দৌলতপুর আসনের জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী কোরবান আলী গতকাল বুধবার তার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলী জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে গত ২ ডিসেম্বর  দাখিল করা মনোনয়নপত্র বুধবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে।