কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে গতকাল মঙ্গলবার শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন ও অ্যাডভোকেসি পিকেএসএফ মহা-ব্যবস্থাপক হাসনা হেনা খাঁন। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পিকেএসএফ সহকারী ব্যবস্থাপক নূরসাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু নিলয়ের নির্বাহী পরিচালক নাছিমা বেগম। আলোচনাসভার পর এলাঙ্গী ইউনিয়নের প্রবীণ এবং শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপর শিশু নিলয়ের শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিশু নিলয়ের উপ-পরিচালক ইমামুল হোসেন। সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিশু নিলয়ের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রেজাউল করিম।