স্টাফ রিপোর্টার: সরকারি টিকাদান কর্মসূচি থেকে বাদপড়া জনগোষ্ঠিকে টিকাদানের আওতায় নিয়ে আসার লক্ষ্যে একটি বেসরকারি উদ্যোগ গ্রহণ করেছে চুয়াডাঙ্গাস্থ সুষ্টি সামাজিক উন্নয়ন সংস্থা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সরকারি টিকাদান কর্মসূচি থেকে বাদপড়া জনগোষ্ঠিকে টিকাদানের আওতায় নিয়ে আসার কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা জজ কোর্টের সাবেক পিপি সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার আইন উপদেষ্টা অ্যাড. আলমগীর হোসেন, ভাওয়াল অ্যাসোসিয়েশন ডেভলমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সরকার জাহাঙ্গীর উজ্জামান লিপটন, নিউ নাইমা স্কুলের প্রতিষ্ঠাতা জুলফিক্কার আলী কলি। কানিজ ফাতেমার উপস্থাপনায়, বক্তারা এ বেসরকারি সংস্থার উদ্যোগে টিকাদান কর্মসূচিকে সাধুবাদ জানানোর পাশাপাশি দিক নির্দেশনামূলক বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন। সে সময় উপস্থিত ছিলেন ইনসেপ্টা ওষুধ কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। উপস্থিত সকলকে টিকাদান কর্মসূচির উপকারিতা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র দেখে উপস্থিতির অনেকেই তৎক্ষনাত হেপাটাইটিস-বি’র টিকা গ্রহণ করেন।