স্বাধীনতা বিরোধীদের যড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছয়ঘরিয়া গ্রামে আওয়ামী যুবলীগ ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা প্রদান করেন। ছয়ঘরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান ছয়ঘরিয়া যুবলীগ নেতা শহিদুল ইসলাম, শেখ শাহিন ও ইলিয়াস হোসেন। এ সময় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ঠিক তখনই জামাত বিএনপি দেশের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধা স্বপক্ষের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানুষ যখন শান্তিতে বসবাস করছে তখন স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলের মধ্যে আর বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জেলা যুবলীগের নেতা হাফিজুর রহমান হাপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, জেলা যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক আরিফ, আজাদ আলী, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শওকত মাহামুদ, তিতুদহ ইউনিয়ন যুবলীগ নেতা শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান, জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোসেন মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শহিদ, মাওদুদ আহামেদ, ইলিয়াস হোসেন, আব্দুল্লাহ, পিরু, সুইট, মমিন, সৈকত, সবুর বিশ্বাস, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সম্পাদক আবুল কালাম আজাদ, রতন, মমিন, মজিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রনি, সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী প্রমুখ।