স্টার্ফ রিপোর্টার: আলমডাঙ্গার শালিকা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগের অভিযোগ উঠেছে। একই গ্রামের জিনারুল পরকীয়া সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগ করে স্বামী পরিত্যক্তা অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী শালিকা গ্রামের মাঝের পাড়ায়।
স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত সবধ আলীর ছেলে জিনারুল আমার সাথে তিন বছর যাবত পরকীয়া সম্পর্ক করে আসছে। একই সাথে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার দেহভোগ করেছে। এবার চৈত্র মাসের ১৫ দিন হলে আমার সাথে বিয়ে করবে বলে বলেছিলো। এক পর্যায়ে আমি তাকে বিয়ের কথা বললে সে আমার কোনো কথায় কর্ণপাত করেনি। এখন আর আমাদের বাড়িতে আসে না। আমি তার মোবাইল ফোন দিলে সে রিসিভ করে না। আমাদের দুজনের প্রেম সম্পর্কের কথা আমাদের পরিবার থেকে সবাই জানে। সে আমার সাথে বিয়ে না করলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।