দর্শনার কোম্পানী কমা-ার তোফাজ্জেল হোসেনকে বিদায় সংবর্ধনা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবসরজনিত কারণে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমা-ার তোফাজ্জেল হোসেনকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য্য, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক, এসএএম জাকারিয়া আলম, খলিলুর রহমান ভুট্টু, মোহাম্মদ আলী শাহ মিন্টু, প্রভাষক শরীফুল আলম মিল্টন, শাহ মো. এনামুল করীম ইনু, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমা-ার তোফাজ্জেল হোসেন, মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমা-ার নায়েক সুবেদার আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার (সাবেক) আছির উদ্দীন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার প্রমুখ। সভায় বাল্যবিয়ে প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। এছাড়া মাদক ও চোরাচালান বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়।