মুজিবনগর প্রতিনিধি: রাজস্বখাতের অর্থায়নে বাস্তবায়িত পোকা প্রতিরোধী বেগুনের নতুন জাত বিটি বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বল্লভপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম। তিনি বলেন, বিটি বেগুন হলো জেনেটিকেলি মডিফাইড বেগুন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের দেশীয় বেগুন জাতে পোকা প্রতিরোধী জিন ট্রান্সফারের মাধ্যমে এই নতুন জাতের বেগুন উদ্ভাবন করেছে। বাংলাদেশে বেগুন চাষে সবচেয়ে বড় সমস্যা হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। এই একটি পোকা দমন করার জন্য কৃষকরা সবচেয়ে বেশি বিষ ব্যবহার করে থাকে। যার ফলে মানব স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। বিটি বেগুন হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী জাত। এই বিটি বেগুন আবাদ করলে এতে ডগা ও ফল ছিদ্রকারী পোকার কোনো আক্রমণ হবে না। অর্থাৎ এই পোকা দমনের জন্য কোনো প্রকার বিষ বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হবে না। এতে করে মানব স্বাস্থ্য ও পরিবেশ নিরাপদ থাকবে। বিটি বেগুন কোনো হাইব্রিড জাত নয় বিধায় কৃষকরা নিজেরাই বীজ উৎপাদন করতে পারবেন। তিনি আরও জানান, বিটি বেগুন নরম এবং খেতে খুব সুস্বাদু। ওই সময় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহান, কৃষক সুজিত ম-ল, বিকাশ বিশ্বাস, ডেভিড ম-ল প্রমুখ। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ছাড়াও প্রায় দেড়শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার হেলাল উদ্দিন।