মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন যুবলীগের কংগ্রেসসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কেদারগঞ্জ বাজারের কৃষি ব্যাংক চত্বরে কংগ্রেসসভায় সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি যুবলীগের আহ্বায়ক আজিজুর রহমান মুংলা। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। সম্মানীত অতিথি ছিলেন জেলা মহিলা আ.লীগের সভাপতি তহমিনা আবেদীন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবেক জেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু।
জেলা যুবলীগের সদস্য মোহনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুমাইয়া আক্তার, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
এদিকে একই অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান মুংলাকে সভাপতি ও একজন সিনিয়র সহ-সভাপতি, ৫জন সহ-সভাপতি, একজন যুগ্ম-সম্পাদক এবং একজনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়, কিন্তু সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে প্রার্থী চূড়ান্ত করা যায়নি, তবে দুই এক দিনের মধ্যে ঘোষণা দেয়া হবে বলে জানান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।