দর্শনা বিজিবি ও পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ আটক ৩

দর্শনা অফিস: দর্শনা বিজিবি ও পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আটক করেছে অভিযুক্ত ৩ মাদককারবারীকে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল। দায়ের করা হয়েছে পৃথক দুটি মামলা। গতকাল রোববার বিকেল ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা শামসুল ইসলাম সড়কের কানকাটা ব্রিজ এলাকায়। বিজিবি সদস্যরা ওই ব্রিজ থেকে আটক করেছে দর্শনা পৌর এলাকার আজমপুর স-মিলপাড়ার ইসলাম মীরের ছেলে ইলিয়াস মীর ও জহুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলামকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে আটককৃত সিরাজুল ও ইলিয়াসের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল ফেনসিডিল ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকালই আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মিজানুর রহমান এবং এএসআই মনিরুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্রপুরের আনোয়ার হোসেন ওরফে ঘরোর ছেলে মন্টুকে আটক করা হয়। মন্টুর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা মডেল থানায় মন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।