মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দলীয় কার্যালয়ে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি অমল কু-ু, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর হাশেম আলী পাঠান, বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, পান্তাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুজ্জামান, আ.লীগ নেতা খালেকুজ্জামান সন্টু চৌধুরী। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক এমআর আশিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, প্রস্তুতিসভায় আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।