জীবননগর ব্যুরো: জীবননগর পুরাতন গ্রামের মিঠুর মুদি দোকান হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দোকান থেকে এসময় একটি গাঁজা টানার কলকেও উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের অভিযানকালে দোকানি মিঠু পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল রোববার রাতে জীবননগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
জীবননগর থানার এসআই কাজী সামসুল আলম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন তেঁতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মঈদুল ইসলামের ছেলে মুদি দোকানি মিঠু পালিয়ে যায়। এসময় মিঠুর ভাইকে ডেকে পুলিশ দোকান তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা খাওয়ার একটি কলকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় পলাতক মিঠুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।