স্টাফ রিপোর্টার: ‘চিন্তাধারার পরিবর্তন রোধ করতে পারে ধর্ষণ! কতোটা কান্নার বিনিময়ে ধর্ষকের বিচার হবে? কতোটা আর্তনাদ করলে ধর্ষক ফাঁসিতে ঝুলবে, কারো শরীরে নগ্নতা নেই, নগ্নতা ধর্ষকের মগজে’ বড় বড় কাগজে হাতে লেখা এমনই কিছু ব্যানার-ফেস্টুন হাতে দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী। শিশু ও নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে পরিচালিত টপিক থ্রি-সিক্সটি ডিগ্রি নামক ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টপিক থ্রি-সিক্সটি ডিগ্রি চুয়াডাঙ্গার উদ্যোক্তা রাবিদ হাসান রাব্বি, শাদমান সাকিব জোয়ার্দ্দার কাফি, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সাবেক কেবিনেট সভাপতি আলিফ হোসেন, টপিক থ্রি-সিক্সটি ডিগ্রি চুয়াডাঙ্গার উদ্যোক্তা নাইম হাসান তরুন। এছাড়া বক্তব্য রাখেন মেঘনা, শুকতারা, উচ্ছাস, নাভিদ, মোকাদ্দেস, ওয়াসিফ, অন্তর, অনন্ত, পিংকি, সাগরিকা, রজনী, যুথি। মানবন্ধনে বক্তারা বলেন, গত তিন মাসে ১৮৭ জন শিশু, ২০১৭ সালে ৫৯৩ জন শিশু ও ৮১৮ জন নারী, ২০১৬ সালে ৪৪৬ জন শিশু ও ৬৫৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে যা আমাদের জন্য কলঙ্কজনক ঘটনা। গত এক বছরে ৩৩ ভাগ শিশু ধর্ষণের হার বেড়েছে। এই ধর্ষণ ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’