মেহেরপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে রাইপুর জাগরণী ক্লাব কোয়ার্টার ফাইনালে

 

মেহেরপুর অফিস: গতকাল বুধবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় রাইপুর জাগরণী ক্লাব ২-১ গোলে হরিরামপুর একাদশকে পরাজিত করে। নির্ধারিত ৫০ মিনিটের খেলার শুরুতেই শামীমের দেয়া গোলে এগিয়ে যায় সদর উপজেলার রাইপুর জাগরণী ক্লাব। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে কিরনের দেয়া গোলে ব্যবধান বাড়াই রাইপুর জাগরণী ক্লাব। খেলার শেষ মুহূর্তে সদর উপজেলার হরিরামপুরের পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন সুজন। এর ফলে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকেট পেলো রাইপুর জাগরণী ক্লাব।

Leave a comment