মৃত্যু পথযাত্রী চিকিৎসাধীন দিনমজুরের পাশে এমপি টগর ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর

জীবননগর ব্যুরো: অসহায় মায়ের একমাত্র অবলম্বন রাজমিস্ত্রীর জোগালে আব্দুল মান্নান (২০) দুর্ঘটনায় পড়ে হাত ও পায়ের বেশ কয়েকটি স্থানে হাঁড় ভেঙে যায়। চিকিৎসার অভাবে বাড়িতে মৃত্যুর প্রহর গুনছিলো মান্নান। ছাত্রলীগ নেতা খবর পেয়ে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বহন করছেন চিকিৎসার ব্যায়ভার। খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য গতকাল শুক্রবার সকালে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মান্নানের চিকিৎসার খোঁজখবর নেন। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের এ মহানুভবতায় অসহায় মা নুরুন্নাহার বেগম তার একমাত্র অবলম্বন ছেলে মান্নানের সুস্থতা পাওয়ার স্বপ্ন দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনা প্রসংশিত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নান রাজমিস্ত্রির জোগালের কাজ করে। তার পিতা অনেক আগেই মারা গেছে। সে ছিলো তার মা নুরুন্নাহারের একমাত্র অবলম্বন। দিনমজুরি করে সে সংসার চালাতো। আব্দুল মান্নান দুর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয়। তার হাত ও পায়ের বেশ কয়েক স্থানের হাঁড় ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে বাড়িতে শুয়ে সে মৃত্যুর প্রহর গুনছিলো। একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি চরম অর্থ কষ্টের মধ্যে পড়ে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ি এ গ্রামেই। আব্দুল মান্নানের অসুস্থতার খবর পেয়ে তিনি তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালের ১১৩ নং ওয়ার্ডের ১৯৩ নং বেডে সে চিকিৎসাধীন রয়েছে। জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মান্নানের হাতে অপারেশন করা হয়। এখনও তার হাত ও পায়ে বেশ কয়েকটি অপারেশন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রচুর অর্থের। খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ মান্নানের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি তার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। এর পূর্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও অসুস্থ মান্নানকে দেখতে যান এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম অসহায় মান্নানের পাশে এসে দাঁড়ানোর এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রসংশিত হচ্ছে।