পৃথক দুটি দুর্ঘটনায় আলমসাধুর তিন চালকসহ আহত ৪

 

স্টাফ রিপোর্টার: পৃথক দুটি দুর্ঘটনায় আলমসাধুর তিন চালকসহ আহত হয়েছে ৪ জন। আহতদের মধ্যে আলী হোসেন নামক এক মাছব্যবসায়ী রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঠাতলার অদূরবর্তী স্থানে দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত হন জীবননগর কাশীপুরের সেলিম আলীর ছেলে শাহীন। তিনি চুয়াডাঙ্গা থেকে আলমসাধু চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সংঘর্ষে আহত হয়েছেন অপর আলমসাধুচালক ঝিনাইদহ মহেমপুরের পাতিবিল গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আলমসাধুচালক জাহাঙ্গীর ও চুয়াডাঙ্গার মাছব্যবসায়ী আলী হোসেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে আপর আলমসাধুচালক ভগিরথপুরের আজগার আলীর ছেলে আলমসাধুচালক নজরুল। মেহেরপুর মহাজনপুর নামকস্থানে গতকাল বিকেল তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন বলে জানিয়েছেন তিনি। তিনজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমসাধুর তিন চালকেরই পা গুঁড়িয়ে গেছে। মাছব্যবসায়ীর পা ভাঙেছে, মাথায় গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক ছিলো। ফলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় দিতে পারেননি।