আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের অকালপ্রয়াত প্রধানশিক্ষক শেখ তৌহিদ আলম লাভলু ও বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির সহকারী শিক্ষক সোহরাব হোসেন সাবু মাস্টারের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শ্যামপুর মাদরাসার সুপার আক্তারুজ্জামান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান, শফি উদ্দিন, আব্দুল গণি, শামসুল আরেফিন, মাসুদুল মান্নান, আব্দুল হান্নান, হামিদুল হক, রফিকুল ইসলাম, গোলাম সিদ্দিক, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, শাজাহান, শাখাওয়াত হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন শ্যামপুর মাদরাসার সুপার আক্তারুজ্জামান ও শিক্ষক মসলেম উদ্দিন। ওই দোয়া মাহফিলে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে বেলা ১১টার দিকে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুরূপ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, একই দিনে আলমডাঙ্গা মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির উদ্যোগে বৃষ্টি অটোর মালিক সদ্যপ্রয়াত সোহরাব হোসেন সাবু মাস্টারের রুহের মাগফেরাত কামনায় অনুরূপ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম সোহরাব হোসেন সাবু মাস্টার ছিলেন আলমডাঙ্গা মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির উপদেষ্টা। গত ১৮ মার্চ তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল মরহুম সাবু মাস্টারের আত্মার মাগফেরাত কামনায় আলমডাঙ্গা মোটর সাইকেল গ্যারেজ মালিক সমিতির দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি সাবু মিস্ত্রী, সম্পাদক ইলাহী বক্স, ক্যাশিয়ার নজরুল ইসলাম টিপু, তমিজ উদ্দিন, জাকির, নজরুল, পিয়ার মোহাম্মদ কচি, কাদের, নজরুল, রাফিজুল, মাসুম, জাহাঙ্গীর, মোস্তফা, আলিফ, রাকিবুল, সাইফুলসহ সকল সদস্যরা। দোয়া পরিচালনা করেন বাদেমাজু কফিল উদ্দিন দারুল উলুম মাদরাসার মাওলানা শিক্ষক সুমন।