ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাসিক নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ মাসিক নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান। মাসিক সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি একরামুল হক লিকু, সহ-সভপতি আবু সাঈদ, অলিউর রহমান, বাটুল মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সাবেক এডাক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজু ,বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম বাবুল, মিজানুর রহমান মাছুম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, দফতর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির ফয়সাল মহব্বত, শ্রম কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ সামসুল আলম, সড়ক সম্পাদক সেলিম মিয়া, কার্যকরি সদস্য আজিম খন্দকার, গোলাম মোস্তফা ডাবলু, সুমন ব্যানা, পলাশ কুমার বসু, লিটন মিয়া ও রবিউল ইসলাম। মাসিক সভা পরিচালনা করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ। মাসিক নির্বাহী কমিটির সভায় আলোচনায় সহযোগিতা করেন অফিস সহকারী জামিরুল ইসলাম, মো. মিরাজুল ইসলাম, মো. আতর আলী ওরফে আক্কাস আলী। মাসিক সভার শুরুতেই মৃত শ্রমিকদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।