মাথাভাঙ্গা অনলাইন: পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার প্রথম ম্যাচে ১০ বল বাকি থাকতে সাত উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের এই সিরিজে ১-০ তে এগিয়ে গেল ব্রেন্ডন টেলর বাহিনী।
লক্ষ্যে নেমে দারুণ শুরু করে স্বাগতিক উদ্বোধনী জুটি। হ্যামিলটন মাসাকাদজা ও ভুসি সিবান্দার ফিফটিতে ১০৭ রানের জুটি গড়ে জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৫৪ রানে সাঈদ আজমলের কাছে এলবিডব্লু হলেও জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন সিবান্দা।
৮৫ রানের সেরা ইনিংস খেলে মাসাকাদজা আজমলের দ্বিতীয় শিকার হন। ১৭৬ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষদিকে অধিনায়ক ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস দলকে জয়ের বন্দরে নিয়ে যান। টেলর ৪৩ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে ২৩ বলে ৩৯ রানে টিকে ছিলেন উইলিয়ামস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার নাসির জামশেদ ও আহমেদ শেহজাদ ৫৬ রানের জুটি গড়েন। প্রসপার উতসেয়ার বলে ব্রেন্ডন টেলরের তালুবন্দি হন শেহজাদ (২৪)। দলে ২৪ রান যোগ হতে তেন্দাই চাতারার বলে একইভাবে উইকেট হারান জামশেদ (২৭)।
তৃতীয় জুটিতে হাফিজ-মিসবাহ করেন ৯৯ রান। ১৮তম ফিফটি গড়ে ইনিংসের দ্বিতীয় সেরা ৭০ রানে সাজঘরে ফিরতে হয় হাফিজকে।
পরবর্তীতে মিসবাহকে শক্ত জুটিতে সহায়তা করতে পারেননি কেউ। স্বাগতিক পেসার ব্রায়ান ভিটরি ভাঙন ধরান। তবে ৩০তম ফিফটি গড়ে দলের সংগ্রহকে আরও বাড়িয়ে নিতে থাকেন সফরকারী অধিনায়ক। ইনিংসের শেষ বল পর্যন্ত এই ডানহাতি ব্যাটসম্যান টিকে ছিলেন। ৮৫ বলে তিন চার ও দুই ছয়ে হার না মানা ৮৩ রানের সেরা ব্যক্তিগত স্কোর গড়েন মিসবাহ।
চাতারা ও ভিটোরি দুটি করে উইকেট দখলে নেন