মাথাভাঙ্গা মনিটর: বলিউডের হিট মেশিন বলা হয় তাকে। প্রায় ৩০ বছর দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সুপারহিট, মেগাহিট ছবি দিয়েছেন তিনি। কিন্তু কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খান দোষী সাব্যস্ত হওয়ায় বিপাকে পড়েছে বলিউড। কেননা বলিউডের ভাইজানের ওপর এই মুহূর্তে খাটছে ১ হাজার কোটিরও বেশি রুপি। সালমানকে জেলে যেতে হলে সঙ্কটে পড়বে ১০০ কোটি রুপি বাজেটের রেমো ডি সুজার রেস ৩। ঈদের সময় ১৫ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। নির্মাতাদের আশা, আগের দুটি রেস ছবির থেকে এই ছবি বহু গুণ বেশি ব্যবসা করবে, ২৫০ কোটি রুপির মত আয় করবে । কিন্তু নায়কই যদি অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যান, তবে হোঁচট খাবে ছবির প্রমোশন। রেস ৩-র পর সালমানের শুরু করার কথা পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ভারত-এর শ্যুটিং। এর আগে আলি আব্বাস ও সলমনের দুটি ছবি সুলতান ও টাইগার জিন্দা হ্যায় সুপারহিট হয়েছে। কিন্তু ২০০ কোটি রুপির মত বাজেটের এই ছবির ওপর সবথেকে বড় বাজি ধরেছেন আলি আব্বাস। ভারত-এ ৫টি আলাদা লুকে দেখা যাবে সালমানকে।