মাথাভাঙ্গা মনিটর: দুই দশক আগে ভারতের রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার সহঅভিনেতা সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় দেন। তিন বছরের বেশি সাজা হওয়ায় জামিন পেতে তাকে উচ্চআদালতে আপিল করতে হবে। রায় ঘোষণার সময় সালমানকে অভ্যাসগত অপরাধী উল্লেখ করে খাতরি বলেন, ২০ বছর ধরে মামলাটির কার্যক্রম চলছে। এতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া অন্য আসামিরা বেনিফিট অব ডাউটের সুবিধা নিয়ে মামলা থেকে খালাস পেয়েছেন। ৫২ বছর বয়সী সালমান রায় শুনতে আদালতে এসেছিলেন কালো রঙের লাকি শার্ট পরে। দোষী সাব্যস্ত হওয়ায় এখন তাকে যোধপুরের কারাগারে থাকতে হবে। ২০০৬ সালে একই কারাগারে পাঁচ রাত থাকতে হয়েছিল তাকে। ১৯৯৮ সালের ১ অক্টোবর এই একটি রাত এখনও সালমানকে তাড়িয়ে বেড়ায়। সেই রাতে কয়েকজন সহঅভিনেতাকে সঙ্গে নিয়ে সালমান হরিণ শিকারে বের হন। সালমানসহ অন্য অভিনেতারা সেখানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছিলেন।