মাথাভাঙ্গা মনিটর: রাজধানী রিয়াদে আগামী ১৮ এপ্রিল থেকে চালু হচ্ছে সৌদি আরবের প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হচ্ছে। সৌদির মানুষ হলে গিয়ে সর্বশেষ সিনেমা দেখেছে ১৯৭০-এর দশকে। এর পর ইসলামি নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নিয়ে সৌদি আরবজুড়ে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নেয় রাজপরিবার। এর অংশ হিসেবে এ মাসে রিয়াদে প্রথম সিনেমা হল চালু হচ্ছে। আগামী পাঁচ বছরে সৌদির ১৫ শহরে ৪০টি সিনেমা হল খোলা হবে। এ জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সঙ্গে চুক্তি হয়েছে সৌদি আরবের। বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বহুদিনের কঠোর নিয়মকানুন সম্প্রতি শিথিল করতে শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। সিনেমা হলের পাশাপাশি আরও অনেক বিষয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। এর মধ্যে একটি হল মেয়েদের গাড়ি চালানোর অনুমতি।