স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মিরাজ একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার খবির হোসেনের ছেলে মিরাজ ঢাকা আদাবর থানার একটি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো মিরাজ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা সদর থানার এসআই সায়েম তাকে গ্রেফতার করেন।