চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, চুয়াডাঙ্গার সরোরগঞ্জ বাজারের বিশ্বাস সিডে মেয়াদোর্ত্তীন কীটনাশক রাখার দায়ে ৮ হাজার, একই অপরাধে রহিমা ফার্মেসিতে ৫ হাজার, নোয়াখালী স্টোরে ৩ হাজার টাকা ও মিষ্টির কার্টুনের ওজন বেশি হওয়ায় তৃপ্তি হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফল বিক্রেতাদেরকে ফলের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ প্রদান করেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য।