মেহেরপুর অফিস: মেহেরপুর গুচ্ছগ্রামের মুক্তিযোদ্ধা খেজমত আলী (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। খেজমত আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার গুচ্ছগ্রামে তার লাশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, ইউপি চেয়ারম্যান শাহ জামাল, উপজেলা আ.লীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা তুহিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন। পরে স্থানীয় স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খেজমত আলীকে দাফন সম্পন্ন করা হয়।