দর্শনা অফিস: দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী গত ১ ও ২ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিন ছিলো। দু’দিনে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে দোকান মালিক ১৩টি পদের বিপরীতে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন ৩৩জন প্রার্থী। এখন দেখার অপেক্ষামাত্র শেষ পর্যন্ত কতজন প্রার্থী টিকে থাকে। দর্শনা দোকান মালিক সমিতি কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজি আজির বক্স স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সভাপতি তোফাজ্জেল হোসেনসহ হারুন অর রশিদ ও টিপু সুলতান। সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন রতনসহ নুরুল ইসলাম ও আ.হান্নান। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকাসহ সেলিম মেহফুজ লিটন ও মনজুর মোর্শেদ। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম বাবু, আব্দুল করিম, মামুন হোসেন ও আক্তারুল জোয়ার্দ্দার। কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমানের প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিল্লাল হোসেন। দফতর সম্পাদক পদে মিজানুর রহমান সরকার, সোহাগ হোসেন ও বিল্লাল হোসেন। ৭টি ওয়ার্ডের মধ্যে ৬টি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪জন। এর মধ্যে ৪নং ওয়ার্ডের সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামাল হোসেন। ১নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুস সাত্তার ও শরিফ উদ্দিন, ২নং ওয়ার্ডে মাসুদুর রহমান ও আলীম, ৩নং ওয়ার্ডে আ. মোমিন, রাজু ও আব্দুল মিয়া, ৫নং ওয়ার্ডে ওয়াসিম ও হাসানুজ্জামান, ৬নং ওয়ার্ডে আজিজুল ইসলাম ও হাফিজুর রহমান এবং ৭নং ওয়ার্ডে বর্তমান সদস্য হাবিব শিকদার, মতিয়ার রহমান মতি ও সহিদুর রহমান। আজ ৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। আগামীকাল ৪ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৫ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ৭ এপ্রিল সকাল ১০টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। ২০ এপ্রিল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সমিতির পক্ষ থেকে ৯৮৭ জনের ভোটার তালিকা তুলে দেয়া হয়েছে নির্বাচন পরিচালনা পর্ষদের হাতে। নির্বাচন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে ভোটার সংখ্যা বাড়তে বা কমতে পারে।