খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপরে বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকার এক দলীয় শাসন কয়েম করে চলেছে। আজ যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আজ আবারও তারা দেশে একদলীয় শাসন কায়েম করছে। যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।
গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের শপথ নিতে হবে। নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। সবার ভোটাধিকার আদায় করতে হবে। জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। তারা খালেদা জিয়ার মুক্তি চায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিতরণ শুরু করে। এসময় শহীদ আবুল কাশেম সড়ক, সমবায় নিউ মার্কেট, আলী হোসেন সুপার মার্কেট, বড় বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, বিএনপি নেতা রুবেল হোসেন, যুবদল নেতা বকুল, হাসমত প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হক মাসুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে। গতকাল রোববার সকাল ১১টায় কেদারগঞ্জ বাজার, কোর্ট মোড়, পুরাতন হাসপাতালের সামনে জেলা বিএনপির উদ্যোগে জনতার মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি মাহাবুবুর রহমান তরফদার শাওন, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব খাঁন, শাহজাহান খাঁন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক, জেলা ছাত্রদল নেতা মাসুদুল হক মাসুদ, জেলা যুবদল সদস্য শাহাবুদ্দিন আহাম্মেদ, আব্দুর রশিদ, আরিফ হোসেন, জেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান স্কয়ার, ওয়ালিদ হাসান, রনি বিশ্বাস, জেলা যুবদল সদস্য মালেক প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাথুলী সড়কে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন লিফলেট বিতরণ উদ্বোধন করেন। মেহেরপুর জেলা বিএনপির এ কর্মসূচি আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এদিন লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক (মেহেরপুর সদর) রোমানা আহমেদ রুমা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি হাজি ফজলু খাঁন, আব্দুস সামাদ ও হাবিব ইকবাল, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবু ইউসুফ মিরন, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক দিলরুবা খাতুন প্রমুখ।