স্টাফ রিপোর্টার: যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে ‘যশোরবাসী’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী কামরুল হাসান বলেন, উপমহাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী জেলা যশোর। আমরা দীর্ঘদিন ধরে Jessore বানান লিখে আসছি। হঠাত করে সেই বানান পরিবর্তন করতে যাচ্ছে সরকার। বানান পরিবর্তন করলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। যশোর শিক্ষাবোর্ড, যশোর বিমানবন্দর, যশোর সেনানিবাসসহ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্রে Jessore বানান লেখা আছে। বানান পরিবর্তন করলে সমস্যা হবে। এ ছাড়াও ইন্টারনেটে সার্চ ইঞ্জিনও Jessore বানান লেখা আছে। এ জন্য আমরা Jessore বানান পরিবর্তন চাই না।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী রায়হান পারভেজ বলেন, ইতিহাস, ঐতিহ্যের অংশ হিসেবে প্রাণের যশোরের ইংরেজি বানান Jessore থাকুক। বানান পরিবর্তন হতে দেবো না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এহসানুল হক বলেন, নামের বানান কখনও ভুল হয় না। বানান Jessore লিখলেও উচ্চারণ ঠিকই যশোর লিখি। এটা পরিবর্তনের কোনো দরকার নেই। বানান পরিবর্তন করতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার দাবি করছি।
উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca থেকে পরিবর্তন করে Dhaka করা হয়েছিলো।