বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়ে চলেছে

আলমডাঙ্গা আওয়ামীলীগের দলীয় নেতা কর্মিদের সঙ্গে মতবিনিময় সভায় হুইপ ছেলুন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এই সরকারের বড় সাফল্য, আমি নির্বাচিত হওয়ার পর থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০০ কিমি পাকা রাস্তা নির্মাণ করেছি, স্কুল, কলেজ, মাদরাসায় বিল্ডিং করেছি, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে শতভাগ না হলেও ৯০ ভাগ বিদ্যুতায়নের কাজ করা হয়েছে। কিন্তু আমাদের কর্মীরা একতাবদ্ধ না থাকায় উন্নয়ন কর্মকান্ডের সঠিক প্রচার হচ্ছে না। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা মূল আওয়ামী লীগকে ঠিক রেখে ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একতাবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে জনগণকে ঐক্যবদ্ধ করুন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা কমিটির সদস্য আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, শাহ আলম, দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আ.লীগ নেতা আহসান মৃধা, বিশিষ্ঠ ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডু, তারাচান মেম্বার, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল গাফফার, আওয়ামীলীগ নেতা ডা. আনিস, পিয়ার মোহাম্মদ কচি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, সৈকত, বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সম্পাদক আলাল আহমেদ, যুগ্ম সম্পাদক তামিম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল, ছাত্রলীগ নেতা বাদশা, হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রলীগ নেতা জাফর চেয়ারম্যান প্রমুখ।