আলমডাঙ্গার ভাংবাড়িয়ার গৃহবধূ শ্যামলীর আত্মহত্যা

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়িয়া গ্রামের গৃহবধু ১ সন্তানের জননী শ্যামলী আত্মহত্যা করেছে মর্মে দাবি করা হয়েছে। তিনি কেশবপুরে বাবা বাড়িতে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। গতকাল রোববার সকালে নিজ শোবার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শ্যামলীর লাশ উদ্ধার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় শ্যামলীর নিজ হাতে লেখা চিঠি।
জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের সায়েদ আলীর মেয়ে শ্যামলীকে (২৪) ৬-৭ বছর আগে পাশর্^বর্তী ভাংবাড়িয়া গ্রামের রবসেল আলী মোল্লার ছেলে মোজামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। সন্তানের বয়স একবছর না হতেই মোজাম মালেশিয়ায় যায়। প্রতিনিয়ত শ্যামলীর সাথে মোজামের মোবাইল ফোনে কথা হতো। বেশ কিছুদিন আগে শ্যামলী বাবার বাড়িতে বেড়াতে আসে। গতপরশু শনিবার রাতে নিজ থাকার ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে নিজ হাতে একটি চিঠি লিখে রেখে যায় বলে জানা গেছে। চিঠিতে উল্লেখ করেছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।