দামুড়হুদার নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ভুট্টা শুকানোর জন্য লিজ দিলেন প্রধান শিক্ষক
স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার শতবর্ষ নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ভুট্টা শুকানোর জন্য লিজ দেয়া হয়েছে। গত বেশ কয়েকদিন ধরে যুব সমাজের একমাত্র বিনোদনের মাঠটি লিজ দেয়ার কারণে এলকার উঠতি বয়সের ছেলেরা খেলার মাঠ না পেয়ে তারা হতাশায় ভুগছে। প্রতিদিন বিকেলে স্কুলমাঠে খেলার জন্য বিভিন্ন বয়সের লোকজন মাঠে ভরে যায়। এতে করে যুব-সমাজ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে।
জানা গেছে, গত ২০ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ ক্ষমতা বলে তিনি মোটা অংকের টাকার বিনিময়ে এলাকার একমাত্র খেলার মাঠটিকে ভুট্টা শুকানোর জন্য লিজ দেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ না থাকার কারণে প্রধান শিক্ষক তার খেয়াল খুশিমতো চলেন। কাউকে তোয়াক্কা না করে নিজ দায়িত্বে স্কুলের অর্থ লেনদেন করেন। লিজের টাকা তিনি স্কুল ফা-ে জমা না দিয়ে নিজের পকেটে রেখেছেন। কতো টাকায় লিজ দেয়া হয়েছে তা তিনি কোনো শিক্ষককে বলার প্রয়োজন মনে করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও একজন শিক্ষক বলেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার ইচ্ছামতো স্কুল চালান। এদিকে এলাকার যুব-সমাজ ফুঁসে উঠেছে তাদের একমাত্র বিনোদনের মাঠটি লিজ দেয়ায়। এলাকার যুবসমাজ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট খেলার মাঠটি মুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে টাকা নেয়নি বলে জানালেও পরে তিনি সতের হাজার টাকা নিয়েছেন বলে জানান। কিন্ত এলাকার অনেকেই বলেছেন ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে। মাঠ মালিক বলেন, আমার প্রায় ৪০ লাখ টাকার ভুট্টা মাঠে পড়ে আছে। আমাকে একদিনের মধ্যে সব মাল সরাতে বলা হয়েছে। আমি প্রধান শিক্ষককে অনেক টাকার বিনিময়ে মাঠ নিয়েছি। আমি এতোমাল নিয়ে এখন কোথায় রাখবো এই বৃষ্টিবাদলের দিনে। মানবতার দৃষ্টিতে আমাকে ১০দিন সময় দিলে সবমাল গুছিয়ে নিতে পারবো। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বলেন, আমি শুনেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ দায়িত্বে মাঠ লিজ দিয়েছেন।