স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের ম্যাচে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া জাগ্রত স্পোর্টিং ক্লাব ৩৬ রানে ভেনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে জাগ্রত স্পোর্টিং ক্লাব ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ভেনাস স্পোর্টিং ক্লাব ১০৯ রানে অলআউট হয়। নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করায় জাগ্রত ক্লাবের পরিচালক দেলোয়ার হোসেন দিলু সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।
দিনের অপর খেলায় ইয়াং স্টার ওয়ারিয়র্স প্রতিদ্বন্বিতাপূর্ণ ম্যাচে ১৩ রানে হারিয়েছে আলমডাঙ্গা বাবুপাড়া একাদশকে। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, রিপন আলী ও আজিম হায়দার। আজ একই মাঠে দিনের প্রথম চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে শেখ মনি ক্লাবের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় ইলেভেন স্টার ক্লাব খেলবে মদিনা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।