স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলী আজগার টগর জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় সংসদ সদস্য আলী আজগার টগর সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
অপরদিকে, গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বচনী এলাকার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন এমপি আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, বিরোধীদলের জ্বালাও পোড়াও নীতি আর বরদাস্ত করা হবে না। দেশ বাঁচাতে এখন থেকে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে রাজনৈতিকভাবেই। তাই বিরোধীদলের নৈরাজ্যকে রুখে দিতে আবারো নৌকা প্রতীকে ভোট দিন। এমপি টগরের সাথে ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ।