মেহেরপুর অফিস: শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোস্তাফিজুর রহমান চন্দনকে আহ্বায়ক এবং সৈয়দ সোহেল, ইকবাল কবির (রঞ্জু) ও মহিদুল ইসলাম মহিদকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রালয় স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলার ওই আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে।