কুষ্টিয়ায় ট্যালেন্ট হান্ট প্রজেক্টের পুরস্কার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্যালেন্ট হান্ট প্রজেক্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। ইলেশন ফাউন্ডেশন ও ডা. কাওসার উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।

ডা. কাওসার উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিকুরুল ইসলাম জিকুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিমকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকী বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। যে জাতি যতো বেশি শিক্ষিত, সেই জাতি ততো বেশি উন্নত। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, পৌর মেয়র হাজি এনামুল হক, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, ব্যারিস্টার মোহাম্মদ জুম্মান সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুস সালাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল জলিল প্রমুখ। ইলেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফরহাদ কাদিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. কাওসার উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সদস্য জাহিদুল আলম। অতিথিরা উপজেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের (৮ম-১০ম শ্রেণি) ট্যালেন্ট হান্ট বিজয়ী ২০ জনসহ ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।

উল্লেখ্য‍ ‘স্বপ্ন হবে আকাশ ছোঁয়া, লক্ষ্য হবে দেশ গড়া’ এ স্লোগানে গত শুক্রবার দিনব্যাপী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।