মেহেরপুর অফিস: ভারতীয় রুপি ও শসার বীজসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে বাজিতপুর বিজিবি ক্যাম্পের একটি দল তাদেরকে আটক করে।
আটকৃতরা হচ্ছে বাজিতপুর গ্রামের সপদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩০) ও মিয়ারুল ইসলামের ছেলে সাগর হোসেন বিপ্লব। চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান সূত্রে জানা গেছে, আটক দুজন ৩শ’ ৩৩ প্যাকেট (প্রতি প্যাকেট ২৫ গ্রাম) শসার বীজ ও ৭শ’ ভারতীয় রুপি নিয়ে সীমান্ত এলাকা থেকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বাজিতপুর গ্রামে বাজিতপুর বিওপি’র টহল দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকের সময় তাদের কাছ থেকে শসার বীজ ও রুপি উদ্ধার করা হয়েছে। গতকালই তাদের দুজনের নামে মামলা দায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।