মাদক ও জঙ্গিবাদমুক্ত জীবন গড়তে খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

চুয়াডাঙ্গা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোর্টার: ‘মাদকমুক্ত ও জঙ্গিবাদমুক্ত সুস্থ জীবন গড়তে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকে মাননীয় হুইপকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে বিরোচিত ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এরপর আলোচনাসভা শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক ও সমাপনী বক্তব্যে সভাপতি যৌথভাবে বিদ্যালয়ের জন্য ৪তলা বিশিষ্ঠ একাডেমিক ভবন দাবি করেন। এ দাবি অনুযায়ী প্রধান অতিথি বলেন, আমি বিল্ডিং তৈরি করে দেব তবে ভালো লেখাপড়া উপহার দিতে হবে।
আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২৩ ইভেন্টের বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সহকারী জেলা শিক্ষা অফিসার আতিউর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা হাসু প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন। এছাড়া সহযোগিতা করেন সহকারী শিক্ষক আবু শাহমা, আসাদুজ্জামান ফিরোজ, ফিরোজা খাতুন, খালেদা আক্তার, ফিরোজ উদ্দিন, লাইলা এনাম, আলমগীর হোসেন, আব্দুল মোতালেব, জামাল উদ্দীন ও লিপি রানী ঘোষ। পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আবু কুহাক ও রিপন আলী।