স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে পাচারমুখি দুটি আলমসাধুতে থাকা ৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে আলমসাধুভর্তি ৬০ বাস্তা সার উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। সহযোগিতায় ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুলসহ সংশ্লিষ্টরা। সার উদ্ধার করে সদর উপজেলা পরিষদে নেয়া হয়। আলমসাধুচালক সারের কোনো চালান বা মালিকের ঠিকানা দিতে পারেনি। তবে তারা জানিয়েছে, অপরিচিত এক ব্যক্তি সারগুলো আমাদের মেহেরপুরে পৌছে দেয়ার জন্য বলেন। তিনি একটি মোবাইলফোন ছাড়া অন্য কোনো কাগজ দেননি। আলমসাধু চালকের নিকট থেকে নেয়া মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে উপজেলা প্রশাসন।