দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ট্রাক-ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার কমিটি গঠন ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ বারুই মার্কেটের সামনে জেলা ট্রাক, ট্র্যাঙ্কলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি হাজি আবুল কালাম মিয়া ও সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন। শুরুতেই দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মালিথাকে সভাপতি এবং মোস্তাক আহাম্মেদ তরফদারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট দামুড়হুদা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন সহসভাপতি ইউনুছ আলী, সহসাধারণ সম্পাদক কেসমত আলী, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবলু, প্রচার সম্পাদক আসাদুল হক আশা, অর্থ সম্পাদক জুয়েল রানা, কার্যকারী সদস্য আব্দুর রহমান ও আল-আমিন। সভায় নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি হাবিবুর রহমান লাভলু। শেষে ইউনিয়নের উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন।