স্টাফ রিপোর্টার: উম্মাদ আচরণ করলেও আপনজদের মারছে না।সুযোগ পেলেই অন্যদের কোপাচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করে আহত করছে দামুড়হুদা দলকালক্ষ্মীপুরের শফি। খানেকটা হঠাত করেই ৪/৫ দিন ধরে উম্মাদের মতো আচরণ করতে শুরু করে। বেধে রাখলেও বাঁধন খুলে ছুটছে এদিক ওদিক, যাকে তাকে মেরে কুপিয়ে আহত করছে। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে (৪০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম ও তার শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দাউদ আলীর ছেলে শফি মস্তিষ্ক বিকৃত রোগে আক্রান্ত হওয়ার মতো আচরণ শুরু করলে তাকে তার বাড়ির লোকজন বেধে রাখে। বাঁধন খুলে গতকার মঙ্গলবার সে ছুটে এসে চা শহীদের চা দোকানে বসে থাকা রফিকুলকে কুপিয়ে জখম করে। এ সময় দোকানি শহিদও আহত হয়। এছাড়াও গ্রামের কয়েকজন শফির হামলায় আহত হয়েছে।