আহাদ আলী মোল্লা
হাসপাতালে অস্ত্রোপচার
করায় গিয়ে বৃষ্টি,
পুরোপুরি ফিরে পাবে
ঝাঁপসা চোখের দৃষ্টি।
বৃষ্টি নামের মিষ্টি মেয়ে
পুরোই এখন কানা,
চোখ হারিয়ে জীবনটা তার
তুচ্ছ তানাবানা।
কে করেছে এই অপরাধ
কী হলো কার দোষে,
ফুঁসছে মানুষ চারিদিকে
ভীষণ অসন্তোষে।
দিনে দিনে সেই মেয়েটির
নিভলো আলো চোখের,
চুয়াডাঙ্গার সব মানুষের
কান্না ঝরে শোকের।
যার কারণে দৃষ্টি গেল
ধরো তাকে ধরো;
উচিত বিচার করো।
সূত্র: (চুয়াডাঙ্গা ইম্প্যাক্টে অপারেশনের পর ২০ নারী-পুরুষ দৃষ্টি হারিয়েছেন)