জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী দুর্নীতি ‘না’ বলে দৃড় শপথ গ্রহণ করেছে। সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচি পালন উপলক্ষে গতকাল বুধবার ছাত্রছাত্রীরা এ শপথ করে।
কমলমতি শিক্ষার্থীরা দুর্নীতি দমন কমিশন কর্তৃক সরবরাহকৃত শপথ পাঠ করে। ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ৮০০ শিক্ষার্থী একযোগে এ শপথবাক্য পাঠকালে তারা কর্মজীবনে প্রবেশের পর নিজেদেরকে দুর্নীতির সাথে না জড়ানোর অঙ্গীকারসহ নিজেরা কর্মস্থলে দুর্নীতি প্রতিরোধ করবে বলে ঘোষণা করে। জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ শপথ বাক্য পাঠের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, সাংবাদিক জামাল উদ্দিন খোকন ও মিঠুন মাহমুদ উপস্থিত ছিলেন।