মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে দুই মদ বিক্রেতার মধ্যে মারমারি করেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজারের হরিজন সম্প্রদায়ের পূর্ণী ও তার মেয়ে আরতি দীর্ঘদিন ধরে কেরুর বাংলা মদ বিক্রি করে আসছিলো। কিছুদিন আগে মুন্সিগঞ্জ পশুহাট বাজারের হরি নামের এক ব্যক্তি নতুন করে বাংলা মদ বিক্রি শুরু করছে। ফলে পূর্ণী ও তার মেয়ের আরতির বাংলা মদ বিক্রি কম হচ্ছে। এই কারণে গতকাল বুধবার সকাল ১১টার দিকে পূর্ণী ও আরতি হরিকে বাংলা মদ বিক্রি করতে নিষেধ করে। এতে দু’পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি হয়। পূর্ণী ও আরতির হামলায় হরির স্ত্রী আদুরীকে উপস্থিত লোকজনের সামনে পিটিয়ে গুরুতর আহত করে।