আমঝুপি প্রতিনিধি: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী স্বর্ণালী আক্তার জিনিয়া গত দুসপ্তাহ আগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হওয়ায় তাকে উদ্ধারের দাবিতে স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসক ও মেহেরপুর জেলা পুলিশ সুপার বরাবর পৃথক স্বারকলিপি প্রদান করে। স্বারকলিপিতে ভিক্টিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী জিনিয়া ১৩ মার্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিনিয়া উদ্ধার হয়নি এবং কোনো আসামিও গ্রেফতার হয়নি।