মেহেরপুর অফিস: মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম গাঁজা রাখার অভিযোগে নূর জাহান বেগম নামের এক মহিলার ৪ বছর কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুমাস এবং একই মামলায় আব্দুল লতিফের দুবছর জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দিয়েছেন। দ-িত নূর জাহান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কেরামতের স্ত্রী এবং আব্দুল লতিফ কেরামত আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে বিচারক এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে ২০০৯ সালের ৪ এপ্রিল মেহেরপুর ডিবি পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করেন। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মোট ৬জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় মোট ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পিপি এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে অ্যাড. ইয়ারুল ইসলাম ও অ্যাড. কামরুল হাসান কৌশলী ছিলেন।