মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে প্রবাসী এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অভিনব কায়দায় প্রায় ৫ লক্ষ টাকা খোয়া গেছে। গত ২০০৮ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চৌগাছা শাখায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের মোসলেম আলীর পুত্র মো. আব্দুল হাই একটি ব্যাংক অ্যাকাউন্ট করে। অ্যাকাউন্ট করার পর সে বিদেশ (সৌদিআরব) চলে যায়। দেশে ফিরে ২০১০ সালে পুনরায় ৫শ’ টাকা জমা করে অ্যাকাউন্টটি চালু করেন। তারপর আবারও বিদেশ চলে যান। সেখান থেকে সে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ওই অ্যাকাউন্টে প্রায় ৫ লাখ টাকা জমা করেন। ২০১৫ সালে সে দেশে ফিরে আসে এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য গেলে ব্যাংক কর্মকর্তারা জানান, আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আব্দুল হাই এ প্রতিবেদকে জানান, আমি বিদেশে থাকার সময় আমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তারিখে আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উত্তোলন করা হয়েছে।
এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত বছর চৌগাছা শাখা হতে যশোর শাখায় বদলি হয়েছি। এ বিষয়ে অমি তেমন কিছু বলতে পারবো না।