মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী স্বর্ণালী আক্তার জিনিয়াকে ফিরে পেতে মানববন্ধন করেছে আমঝুপি আলিম মাদরাসা ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া জিনিয়ার সহপাঠীরা জানান, আমাদের সহপাঠীকে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ মঙ্গলবার স্কুল শেষ করে আর বাড়ি ফেরেনি জিনিয়া। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে তার পিতা বাদী হয়ে ২৪ মার্চ গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু সামার ছেলে জয়কে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী জানান, অপহরণ করা হয়েছে নাকি স্বেচ্ছায় কারো সাথে চলে গেছে এটা আমার জানা নেই। তবে আমরা জানি এ ব্যাপারে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবিব জানান, মামলার আসামিকে আটকের চেষ্টা চলছে।