দামুড়হুদা প্রতিনিধি: ছোট ভাইয়ের বউকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে দামুড়হুদা মোক্তারপুরের পাখিভ্যান চালক খোকন। এক সন্তানের জননী গৃহবধূ শিউলী খাতুন (৩০) গত শুক্রবার দুপুরে পিতার বাড়ি উপজেলার ফুলবাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার সময় চাচাতো ভাসুরের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমায়। এ ঘটনায় গৃহবধূর পিতা মুরতাজ আলী বাদী হয়ে পাখিভ্যান চালক খোকন ও তার পিতা জয়নাল আবেদীনের নামে দামুড়হুদা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের সোহেল রানার সাথে প্রায় ১৬-১৭ বছর আগে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মুরতাজ আলীর মেয়ে শিউলী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। স্বামী সোহেল রানা একটু নেরা-বেরা অর্থাৎ শাদাশিদে ধরনের মানুষ হওয়ায় স্বামী সোহেল রানাকে খুব একটা পছন্দ ছিলো না স্ত্রী শিউলী খাতুনের। গৃহবধূ শিউলী খাতুন বেশকিছু দিন ধরে মোক্তারপুর গ্রামের জয়নাল আবেদীনের এক সন্তানের জনক পাখিভ্যান চালক খোকনের সাথে মন দেয়া নেয়া শুরু করে। পরোকীয়া সম্পর্কের এক পর্যায়ে গত শুক্রবার গৃহবধূ শিউলী তার পিতার বাড়ি ফুলবাড়ি গ্রাম থেকে স্বামীর বাড়ি মোক্তারপুরে ফেরার সময় ভাসুর খোকনের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমায়। পরিবারের লোকজন তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিলেও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় গৃহবধূর পিতা মুরতাজ আলী বাদী হয়ে পাখিভ্যান চালক খোকন ও তার পিতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।