সরোজগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন তেঁতুল শেখ কলেজ এবং ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, ডা. মসিউর রহমান, কলেজের প্রভাষক শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, রেজাউল করিম, আবু শামা, তাসলিমা পারভিন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশিদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, জহুর রায়হান প্রমুখ। বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ফারহানা পারভীন।