দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সদরে সন্ধ্যারাতে আধাঘণ্টার ব্যবধানে পরপর দুটি বিকট শব্দে বোমার বিষ্ফোণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ন’টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে এবং রাত ৯টা ৫২ মিনিটের দিকে থানার ১শ গজ অদূরে চৌরাস্তার মোড়ে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বোমা বিস্ফোরণের সাথে সাথে বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বোমা বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপরই দামুড়হুদা মডেল থানার ইমার্জেন্সি অফিসার এসআই ইব্রাহিম আলীর সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, বোমা দুটি বিস্ফোরিত হয়েছে কিন্তু কারা বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। এদিকে দামুড়হুদা উপজেলা সদরে সন্ধ্যারাতে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।