ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত লুৎফুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সদরুদ্দীন ভোলা, ডাউকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার আ. সাত্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, মৎস্য অফিসার তৌহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা সায়লা শারমিন, প্রেসক্লাবের সভাপতি খ. শাহ আলম মন্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম আজমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।